ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

তনু হত্যার বিচার দাবিতে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন

প্রকাশিত : ১৬:০৮, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:০৮, ২৯ মার্চ ২০১৬

Tonuকলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার দাবিতে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। কুমিল্লায় ৯ম দিনের মতো প্রতিবাদ সভা করেছে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার। এ সময় হত্যাকারীদের ফাঁসির দাবি জানান সাংস্কৃতিক কর্মীরা। ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থী ও নাট্যকর্মীরা। গাজীপুরের কোনাবাড়িতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়। গাইবান্ধায় সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এছাড়া পিরোজপুর, ঝিনাইদহ, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল ও বরগুনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে তনু হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি