অর্থ উদ্ধারে সহায়তা চেয়ে নিউইয়র্ক ফেডারেল, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক
প্রকাশিত : ১৮:৪৯, ২৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৪৯, ২৭ মার্চ ২০১৬
অর্থ উদ্ধারে সহায়তা চেয়ে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার প্রতিষ্ঠানের সব মহাব্যবস্থাপক ও নির্বাহী পরিচালকদের সঙ্গে নতুন গভর্নরের বৈঠকে শেষে এ কথা জানান মুখপাত্র শভঙ্কর সাহা। তিনি বলেন, বৈঠকে গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের সব শেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়েছেন এবং আইটি খাতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এদিকে সিআইডির তদন্ত দল এদিনও যায় কেন্দ্রীয় ব্যাংকে।
আরও পড়ুন