ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে সাত খুন মামলায় আদালতে ৪ জনের সাক্ষী

প্রকাশিত : ১২:৪৭, ২৮ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৪৭, ২৮ মার্চ ২০১৬

7 murderনারায়ণগঞ্জে সাত খুন মামলায় আদালতে স্বাক্ষি দিচ্ছেন ম্যাজিস্ট্রেট চাঁদনি রূপমসহ ৪ জন। সকাল সাড়ে ১০টায় প্রধান আসামী নূর হোসেনসহ ২৩ আসামীকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্র পক্ষের আইনজীবী জানান, সাত খুন মামলায় চার আসামীর ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করেছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রে চাঁদনি রূপম। জবানবন্দী রেকর্ডবলে তিনি আজ সেই স্বাক্ষি দিচ্ছেন। অপর স্বাক্ষিরা হচ্ছেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী মামলার বাদী সেলিনা ইসলাম, বিউটির বাবা শহিদুল ইসলাম ও ভাই সাঈদুল ইসলাম এবং নিহত নজরুলের সহকর্মী মোহাম্মদ শাহাজালাল। একই সঙ্গে আসামী পক্ষের আইনজীবীরা তাদেরকে জেরা করছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি