ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

তনু হত্যাকান্ডের বিচারবিভাগীয় তদন্তের দাবি: নোমান

প্রকাশিত : ১৬:০৮, ২৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:০৮, ২৮ মার্চ ২০১৬

Nomanসোহাগী জাহান তনু হত্যাকান্ডের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তিনি। নোমান বলেন,  তনুকে নির্যাতন ও হত্যায় জড়িতদের শাস্তি দেয়া না গেলে ঘটনার পুনরাবৃত্তি হবে। দায়ী ব্যাক্তি বা গোষ্ঠী যতই ক্ষমতাবান হোক, তাদের পরিচয় প্রকাশেরও দাবি জানান এই নেতা। এদিকে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের স্বাধীনতা দিবসের আলোচনায় বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, আদালত অবমাননার দায়ে দন্ডপ্রাপ্ত দুই মন্ত্রীর পদত্যাগ করা উচিত।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি