ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝিনাইদহে শিশু নির্যাতনের ঘটনায় ওয়ার্কশপ মালিক গ্রেফতার

প্রকাশিত : ১৫:৪১, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৪১, ৩ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

ঝিনাইদহ শহরে ১২ বছরের শিশু শ্রমিক টুটুলকে পিটিয়ে আহত করার ঘটনায় ওয়ার্কশপ মালিক মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে শহরের হামদহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে হামদহ বাসস্ট্যান্ড এলাকার মেসার্স ফকরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক মিজানুর রহমান কারখানার শিশু শ্রমিক টুটুলকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। শিশুটি অজ্ঞান হয়ে গেলে সে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় টুটুলের বাবা বাদী হয়ে সদর থানায় মিজানুর রহমানকে আসামী করে মামলা দায়ের করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি