ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

প্রথম দফা ইউপি নির্বাচনে ৫ জন নিহতের পর এলাকাবাসীর আতঙ্ক

প্রকাশিত : ১২:২৮, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১২:২৮, ২৯ মার্চ ২০১৬

প্রথম দফা ইউপি নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ জন নিহত হওয়ার পর থেকে আতঙ্ক পিছু ছাড়েনি এলাকাবাসীর। গণগ্রেফতারের শংকায় রয়েছে তারা। তবে, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা করা হয়নি। পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়ন এখনও যেনো আতঙ্কের আরেক নাম। ২২ মার্চ ১ম দফা ইউপি নির্বাচনে ভোটের পর সংঘর্ষে বিজিবির গুলিতে ৫ জন নিহত হওয়ার পর থেকে থমথমে এলাকা। ঐ ঘটনায় কেউই মুখ খুলছে না। পুলিশ অজ্ঞাত ১৩শ’ জনকে আসামী করে মামলা করায় উদ্বিগ্ন তারা। ঘটনার তদন্ত করছে ২টি কমিটি। পুলিশের দাবি, মামলার অগ্রগতি হয়েছে। এদিকে ঘটনাস্থল ধানীসাফা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র ও আশেপাশের এলাকায় দিনরাত টহল দিচ্ছে আইনশৃংখলা বাহিনী। নিহতদের পরিবার এখনও মামলা দায়ের না করলেও, তারা উপযুক্ত বিচার চান। মঠবাড়িয়ার সাধারণ মানুষের দাবি, সহিংসতার ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির ব্যবস্থা হোক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি