ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

আজও রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১২:৫৮, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৫৮, ২৯ মার্চ ২০১৬

গতকালের মতো আজও রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশেই অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও আছে। নদী বন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সারাদেশেই আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকবে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে, রাতে কমবে। <ংঃৎড়হম>সোমবার বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে, সিলেটের শ্রীমঙ্গলে, ঘন্টায় ১৬০ কিলোমিটার। পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি