ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনে সিনেট কমিটির তৃতীয় দফার শুনানি

প্রকাশিত : ১৩:১৭, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:১৭, ২৯ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনে সিনেট কমিটির তৃতীয় দফার শুনানি চলছে। শারীরিক অসুস্থতার কারণে শুনানিতে নেই জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো। তবে এবারের শুনানিতে উপস্থিত আছেন অভিযুক্ত ব্যবসায়ী কিম অং। আজকের শুনানিতে কিম সব তথ্য জানাবেন বলে জানান। এতে রিজাল কমার্শিয়াল ব্যাংকের অনান্য কর্মকর্তারা উপস্থিত আছেন। আগামী ৪ এপ্রিল এর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে, অভিযুক্ত ব্যবসায়ী সু ইয়ং এর পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। সু ইয়ং দেশটির ক্যাসিনোগুলোর কাছে বেশ জনপ্রিয় ব্যবসায়ী। তার বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন সিনেটর সার্গেই ওসমেনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি