ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

লিবিয়ায় শতাধিক বাংলাদেশি অপহরণে জড়িত ছয়জন গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ১০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৪৪, ১০ সেপ্টেম্বর ২০১৭

শতাধিক বাংলাদেশিকে লিবিয়ায় অপহরণ করে কোটি টাকা মুক্তিপণ দাবি করার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তিন বিকাশ এজেন্টসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


পিবিআই বলছে, অপহৃত বাংলাদেশিদের কাছ থেকে কোটি কোটি টাকা মুক্তিপণ দাবি করেন আটক ব্যক্তিরা।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কখন কোথা থেকে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, বা তাদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ নিয়ে আজ রোববার বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে পিবিআই কার্যালয়ে ব্রিফিং হবে।
//এআর




Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি