ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রাজধানীতে ক্যাম্পের বাইরে অবস্থানরত উর্দুভাষী বিহারিদের উচ্ছেদে বাধা নেই রায় দিয়েছেন হাইকোর্ট

প্রকাশিত : ১৯:১৩, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:১৩, ২৯ মার্চ ২০১৬

রাজধানীতে ক্যাম্পের বাইরে অবস্থানরত উর্দুভাষী বিহারিদের উচ্ছেদে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তবে জাতীয় পরিচয়পত্রধারী বিহারিদের পুনর্বাসন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে করা ১০টি রিট আবেদন খারিজ করে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ২০০২ সালের ৫ ফেব্রুয়ারি মিরপুরে অবস্থানরত ৪০টি ক্যাম্পে অবস্থানরত ৭০ হাজার বিহারিকে উচ্ছেদে অভিযান শুরু করে ঢাকা সিটি কপোরেশন। এর বৈধতা চ্যালেঞ্জ করে বিহারিদের সংগঠন উর্দু স্পোকিং রিহ্যাবিলিটেশন মুভমেন্টের সভাপতি সাদাকাত খান ফাক্কু ও সেক্রেটারি শাহিদ আরী বাবলু হাইকোর্টে রিট দায়ের করেন। এরপর হাইকোর্ট পল্লবী থানার ক্যাম্পবাসীর অন্য জায়গায় পুনর্বাসন না করা পর্যন্ত এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান বন্ধের নির্দেশ দেন। এরপর ২০০৩ সালে গণপূর্ত মন্ত্রণালয় আবার তাদের উচ্ছেদের চেষ্টা করলে একটি সম্পূরক আবেদন করেন রিটকারীরা। এরপর হাইকোর্ট রুল জারি করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের উচ্ছেদ অভিযান বন্ধ রাখতে নির্দেশ দেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি