ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

পিজিআরের নতুন ব্যারাক কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২:২০, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ২২:২০, ২৯ মার্চ ২০১৬

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তাদের কাছের স্বজনদের নিরাপত্তায় নিয়োজিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, পিজিআরের একটি নতুন ব্যারাক কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গনভবন থেকে ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ব্যারাক ভবনের উদ্বোধন করেন। গনপুর্ত মন্ত্রণালয়ের বার্ষিক বাজেট থেকে বিশেষ বরাদ্দ হিসেবে ৮ কোটি ৪২ লাখ টাকায় ব্যারাকটি নির্মাণ করা হয়েছে। পিজিআর বিজ্ঞপ্তিতে জানায়, চারতলা ব্যারাক কমপ্লেক্সে ১৫০ জন পিজিআর সদস্যের আবাসন ছাড়াও জিমনেশিয়াম, গ্রন্থাগার ও বিনোদন হল থাকবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি