ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইয়েমেনে যুদ্ধ ও সহিংসতায় বেড়েই চলেছে শিশু মৃত্যুর হার

প্রকাশিত : ১৪:১৩, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:১৩, ৩০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Yemenইয়েমেন চলমান যুদ্ধ ও সহিংসতায় শিশু মৃত্যুর হার বেড়েই চলেছে। গেল এক বছরে প্রাণ হারিয়েছে ৯শ’রও বেশি শিশু, আহত হয়েছে আরো ১৩শ’ শিশু। সম্প্রতি জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেপের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। ইয়েমেনে ইউনিসেফের প্রতিনিধি জুলিয়ান হারনিস জানান, হতাহত এসব শিশুর  ৬১ শতাংশ বিমান হামলার শিকার। এছাড়া স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারণেও শিশু মৃত্যুর হার বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, এরইমধ্যে ৫ বছরের কম বয়সী প্রায় ১০ হাজার শিশু রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। অপুষ্টিতে ভুগছে আরো তিন লাখ শিশু। এ পরিস্থিতিতে জরুরী মানবিক সহায়তা প্রয়োজন প্রায় ৮০ শতাংশ শিশুর। যুদ্ধক্ষেত্রে শিশুদের ব্যবহারের সংখ্যাও দিন দিন বাড়ছে বলেও উল্লেখ করা হয়। যুদ্ধ বন্ধ না হলে ভবিষৎ প্রজন্ম চরম বিপর্যয়ের সম্মুখীন হবে বলে সর্তক করেছে সংস্থাটি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি