ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

প্রকাশিত : ১৮:২৯, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:২৯, ৩০ মার্চ ২০১৬

semi finalনারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে ফাইনালে উঠলো অস্ট্রেলিয়া। দিল্লীর ফিরোজ শাহ কোটলায় টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৩২ রান তোলে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সর্বোচ্চ রান করেন মেগ লান্নিং।  ৫৩ বল খেলে  ৫৫ রান করেন এই ডান হাতি ব্যাটসম্যান। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৭ সংগ্রহ করে ইংল্যান্ড। সেই সাথে ফাইনালে যাওয়ার স্বপ্নও ভেঙ্গে যায় ইংলিশদের। অজিদের হয়ে ২টি উইকেট নেন নেটালি সাইভের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি