ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

প্রকাশিত : ২৩:৩৩, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:৩৩, ৩০ মার্চ ২০১৬

কাছে গিয়েও কাঙ্খিত ফাইনালে উঠতে ব্যার্থ হলো নিউজিল্যান্ড। কিউইদের ৭ উইকেটে হারিয়ে ২০১০ সালের পর আবারো টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড। দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে কিউইদেও বিপক্ষে জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ বল হাতে রেখে দারুন জয় তুলে নেয় ইংলিশরা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৩ রানের লড়াকু স্কোর দাঁড় করায় নিউজিল্যান্ড। eng winস্যান্টনারের করা আঠারো ওভারের প্রথম বলটি সীমানার ওপর দিয়ে পার করে দলকে জয়ের বন্দরে নোঙ্গর করান ইংলিশ ব্যাটসম্যান বাটলার। একই সাথে দলও দ্বিতীয়বারের মত পা রাখে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে প্রথমেই নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান ইংলিশ দলপতি ইয়ন মরগ্যান। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই মারমুখি ওপেনার গাপটিলকে ১৫ রানে প্যাভিলিয়নের পথ দেখান উইলি। এতে অবশ্য দমে যাননি আরেক ওপেনার উইলিয়ামসন। হার্ড হিটার মুনরোকে সাথে নিয়ে আক্রমনাত্মক ব্যাটিং অব্যহত রাখেন কিউই দলপতি। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৪ রান করার পথে চার আর ছয়ে দর্শকদের মাতিয়ে রাখেন উইলিয়ামসন-আর মুনরো। ইংলিশ বোলারদের উড়িয়ে দিয়ে প্রথম দশ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮৯ রানে। জমাট বাঁধা এই জুটিতে ভাঙ্গন ধরান মইন আলী। নিজের বলেই ক্যাচে নিয়ে দলপতি উইলিয়ামসনকে ৩২ রানে থামিয়ে দেন এই স্পিনার। এরপর মুনরো যেতে পারেননি বেশীদূর। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করে আউট হন এই বাঁহাতি ব্যাটসম্যান। আর মাঝে এন্ডারসন ২৮ রান করে ঝড়ের আভাস দেন। কিন্তু ফুঁসে ওঠার আগেই সেই ঝড় থামিয়ে দেন স্টোকস।  ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষটা শুরুর মত হয়নি নিউজিল্যান্ডের। ইংল্যান্ডের পক্ষে স্টোকস ২৬ রানে নিয়েছেন ৩টি উইকেট। জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ের দারুন প্রদর্শনী। বিশেষ করে জ্যাসন রয় ছিলেন একটি বেশী আক্রমনাত্ম। উদ্বোধনী জুটিতে ৮২ রান তুলে দলকে দারুন ভীত গড়ে দেন ওপেনিং জুটি। হেলসকে ২০ ফিরিয়ে দিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন স্যান্টনার। অন্য প্রান্তে জ্যাসন রয়ের তান্ডব ছিল অব্যহত। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করে আউট হন রয়। মাত্র ৪৪ বলের মোকাবেলায় ১১টি চার আর ২টি দৃষ্টিনন্দন চারের মার দিয়ে সাজিয়েছেন নিজের টর্নেডো ইনিংসকে। মাঝে জ্যাসন রয় আর দলপতি মরগ্যান দ্রুত আউট হলে কিছুটা আশা জাগে কিউই শিবিরে। কিন্তু শেষ দিকে জো রুট আর বাটলারের দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুন জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি