ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

৬ই ফেব্রুয়ারি ’দেশটাকে পরিস্কার করি’ দিবস পালনের আহবান জানিয়েছে ’পরিবর্তন চাই’

প্রকাশিত : ১৬:০৫, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:০৫, ৩ ফেব্রুয়ারি ২০১৬

সারাদেশকে পরিচ্ছন্ন রাখতে ৬ই ফেব্রুয়ারি  ’দেশটাকে পরিস্কার করি’ দিবস পালনের আহবান জানিয়েছে সামাজিক সংগঠন ’পরিবর্তন চাই’। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান সংগঠনটি।  এদিন রাজধানীসহ সারাদেশে লক্ষাধিক স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবে। এর অংশ হিসেবে সারাদেশে এক হাজার ডাস্টবিন স্থাপন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সকলের অংশগ্রহনে দিবসটি পালনের মাধ্যমে পরিচ্ছন্ন দেশ গড়ার নতুন মাইলফলকের উন্মোচন হবে। সেইসঙ্গে দিবসটির তাৎপর্য ধারন করে সারাবছরই দেশ পরিচ্ছন্নতা অভিযান হবে বলেও সেসময় জানানো হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি