ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দ্বিতীয় সেমিফাইনালে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত

প্রকাশিত : ২৩:৫১, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:৫১, ৩০ মার্চ ২০১৬

indটি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। মুম্বাইয়ে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। সেমি ফাইনালকে সামনে রেখে নিজেদের শেষবারের প্রস্তুতি সেরে নিয়েছে দু’দল । লড়াই হবে ভারতের ব্যাটিং লাইন আপের সাথে ক্যারিবিয় বোলারদের। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল জলে উঠলে একাই ধ্বসিয়ে দিতে পারেন ভারতীয় বোলিং। এদিকে বিরাট কোহলিও রয়েছেন দারুণ ফর্মে। তার কল্যাণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে সেমিতে এসেছে ভারত। এমন অবস্থায় প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও জয়ের বিকল্প ভাবছেনা কোন দলই।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি