ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কাতারে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের মাঠ নির্মাণে অভিবাসী শ্রমিকদের জোর করে কাজ করানোর অভিযোগ

প্রকাশিত : ১০:০৫, ৩১ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৫৫, ৩১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের মাঠ নির্মাণে বাংলাদেশীসহ অভিবাসী শ্রমিকদের জোর করে কাজ করানো হচ্ছে। বেতন পরিশোধে বিলম্বসহ নিয়োগের ক্ষেত্রে নেয়া হচ্ছে বাড়তি অর্থ। সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বের হয়ে এসেছে এসব তথ্য। অভিযোগ উঠেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার বিরুদ্ধেও। কাতার সরকার অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারে। তাই স্টেডিয়ামসহ নানা অবকাঠামোর নির্মাণ কাজ চলছে জোরেসোরে। তবে একাজে নিয়োজিত অভিবাসী শ্রমিকরা প্রতিনিয়ত নিপীড়নের শিকার হচ্ছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত ও নেপালের শ্রমিকরা। এমন দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণে কর্মরত শ্রমিকের নিয়মিত বেতন পরিশোধ করছে না কর্তৃপক্ষ। তাদের বাধ্য করা হচ্ছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে। শুধু তাই নয়, কেউ এ নিয়ে কথা বললে তাকে হুমকিও দেয়া হচ্ছে। এছাড়া বিদেশী শ্রমিক নিয়োগেও অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ উঠেছে। আর এসব ব্যাপারে জানার পরও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা কোনো উদ্যোগ নিচ্ছে না বলে, দাবি করেছে সংস্থাটি। যদিও কাতার সরকার বলছে, আইন অনুযায়ীই শ্রমিকদের দেখভাল করছে তারা। বিশেষ করে অভিবাসী শ্রমিকদের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে দাবি তাদের। কাতারে রয়েছে ১৫ লাখ অভিবাসি শ্রমিক। এদের বেশিরভাগই কাজ করেন কাফালা পদ্ধতিতে যাতে চাকুরিদাতা শ্রমিকের বৈধতার জন্যে দায়ী থাকেন। গেল বছর এই পদ্ধতিতে সামান্য যা সংস্কার আনা হয়েছে, তা কাজে আসেনি বলে মনে করছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি