ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সারাদশেে পৃথক সড়ক র্দুঘটনায় নিহত ৭ জন

প্রকাশিত : ২০:২০, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:২০, ৩ ফেব্রুয়ারি ২০১৬

দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছে। গাজীপুরে নিহত হয়েছে ২ জন। ভোরে দিনাপজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ট্রাক খাদে পড়ে ৪ শ্রমিক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পলাশপুর থেকে কাঠ নিয়ে দিনাজপুর যাওয়ার পথে বড়পুকুরিয়া কয়লা খনির সামনে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৪ শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় ৫ জন। নিহতরা নবাবগঞ্জের শকুনখোলার হরিলাপুর গ্রামের বাসিন্দা। এদিকে, সকালে একই উপজেলার হলদিবাড়ি সড়কে একটি পিকআপ ভ্যান উল্টে আরও এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় দু’জন। এদিকে গাজীপুরের টঙ্গী ও শ্রীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩ জন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি