ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গণতন্ত্রের সংকট উত্তরণে সরকারকে সংলাপের প্রস্তাব দেওয়া হয়েছে- খালেদা জিয়া

প্রকাশিত : ২০:২৪, ৩১ মার্চ ২০১৬ | আপডেট: ২০:২৬, ৩১ মার্চ ২০১৬

গণতন্ত্রের সংকট উত্তরণে সরকারকে সংলাপের প্রস্তাব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ইসলামী ঐক্যজোটের সম্মেলনে যোগ দিয়ে বেগম জিয়া বলেন, বল এখন সরকারের কোটে। প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠায় তার দেওয়া প্রস্তাব মেনে নিতে সরকারকে আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সন। khaladaরাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশনে ইসলামী ঐক্যজোটের সম্মেলনের প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বক্তৃতায় বেগম জিয়া বলেন, দেশে এখন গনতন্ত্র, সুশাসন ও জনগনের অধিকার নেই। ভোটাধিকার কেড়ে নেয়ার পাশাপাশি সরকার সংখ্যালঘুদের সম্পদ হরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারকে আবারো সংলাপে বসার আহ্বান জানান তিনি। দল পুনর্গঠনের পাশাপাশি নতুন কর্মসূচী দেওয়ার কথাও জানান বিএনপি চেয়ারপার্সন। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনারও সমালোচনা করেন বেগম জিয়া। জাতীয় স্বার্থ ও মর্যাদা রক্ষায় সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বেগম খালেদা জিয়া।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি