ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৯, ৩০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৩৮, ৬ অক্টোবর ২০১৭

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত বৃহস্পতিবার কক্সবাজারে উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। এ সময় তিনি রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

প্রতিমন্ত্রী ১২টি রোহিঙ্গা শিবিরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিচালিত ত্রাণ কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের সাথে মানবিক আচরণ করতে ত্রাণ শিবিরে কর্মরত সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থা এবং সামাজিক সংগঠনসমূহের প্রতি আহবান জানান।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবেলা করছে। ত্রাণ যাতে সব রোহিঙ্গা সমানভাবে পায়, এ ব্যাপারে সরকার তৎপর রয়েছে বলে জানান তিনি।

ইসমাত আরা সাদেক বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে। সেদেশের সরকারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে।

পরে তিনি কক্সবাজার সার্কিট হাউজে জেলার সকল কর্মকর্তাদের নিয়ে ত্রাণ কার্যক্রম সংক্রান্ত এক সমন্বয় সভায় মিলিত হন। এসময় তিনি সার্বক্ষণিকভাবে ত্রাণকার্যক্রম পরিচালনার করায় কর্মকর্তাদের ধন্যবাদ জানান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি