ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাসবাদ দূর করে শান্তি নিশ্চিত করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে

প্রকাশিত : ১৫:৩৪, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৩৪, ১ এপ্রিল ২০১৬

forignসন্ত্রাসবাদ দূর করে বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারী ড. সারা সিওয়াল সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেসময় অংশীদারিত্ব, নিরাপত্তা ও দ্বিতীয় টিকফা সংলাপের পর সব ক্ষেত্রেই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তারা। এদিকে জনসচেতনতায় কমিউনিটি পুলিশ এবং ইমামদের সাহায্যে জনসচেতনতা তৈরির উদ্যোগের প্রশংসা করেন ড. সারা সিওয়াল।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি