ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রিজার্ভ চুরি ফিলিপাইনের সিনেট কমিটির মুখোমুখি ক্যাসিনো ও রাজস্ব ব্যুরোর কর্মকর্তারা

প্রকাশিত : ১৭:১৬, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:০২, ১ এপ্রিল ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় এবার ফিলিপাইনে সিনেট কমিটির মুখোমুখি হতে যাচ্ছেন ক্যাসিনো ও রাজস্ব ব্যুরোর কর্মকর্তারা। এদিকে, ব্যাংকের নিরাপত্তার স্বার্থে প্রকাশ্যে নয়, বিশেষ কমিটিকে তথ্য দিতে চায় রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্তৃপক্ষ। আর ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, পুরো বিষয়টি নিয়ে শিগগিরি ফিলিপাইনে এসে তদন্ত শুরু করতে যাচ্ছে সিআইডি। অন্যদিকে শ্রীলংকায় পাচার হওয়া দুই কোটি ডলার নিয়ে মুখ খুলেছেন শালিকা ফাউন্ডেশন। phili senateজাংকেট অপারেটর। জুয়াড়ীদের কাছে খুব পরিচিত নাম। তাদের হাত ধরেই ক্যাসিনোতে আসে দেশী-বিদেশী জুয়াড়ীরা। ফিলিপাইনের ক্যাসিনোগুলোতেও জাংকেট অপারেটর হিসেবে কাজ করে অনেকগুলো গ্র“প। ফিলিপাইনের আইন অনুযায়ি, জুয়াড়ী কারা বা তাদের অর্থের উৎস কি-এসব গুরুত্ব দিয়ে দেখা হয়না। কেবলমাত্র নিয়ম অনুয়ায়ি ট্যাক্স দেয়া হয় কিনা সেবিষয়ে লক্ষ্য রাখা হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় জড়িত সন্দেহে এবার এমনই দুই জাংকেট অপারেটরকে শনাক্ত করেছে তদন্ত কমিটি। তারা হলো, ফিলিপাইনের সবচেয়ে বড় ক্যাসিনো সোলাইরি’র দুই জাংকেট অপারেটর গোল্ডমুন ও সানসিটি গ্র“প। আগামী ৫ই এপ্রিল সিনেট কমিটির মুখোমুখি হতে হবে তাদের। পাশাপাশি হাজির থাকতে হবে অভ্যন্তরীণ রাজস্ব ব্যুরোর কর্মকর্তাদেরও। রেমিটেন্স কোম্পানি ফিলরেমের যে কর্মকর্তা চুরি হওয়া অর্থ স্থানান্তর করেছেন তাকেও ডাকা হচ্ছে সিনেট কমিটির শুনানিতে। এদিকে, অর্থ চুরির ঘটনায় সবার সামনে নয়, বিশেষ বৈঠকে সিনেট কমিটির কাছে তথ্য দিতে চায় রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্তৃপক্ষ। অন্যদিকে এবার ফিলিপাইনে তদন্ত শুরু করতে যাচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সিআইডি। তথ্য-প্রমাণ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই চুরির ঘটনায় কারা কারা জড়িত তা খতিয়ে দেখবে সংস্থাটি। এছাড়া হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে দুই কোটি ডলার শ্রীলঙ্কায় যাওয়ার ঘটনায় মুখ খুলেছেন শালিকা ফাউন্ডেশনের প্রধান কর্মকর্তা হ্যাগোডা গ্যামেজ শালিকা পেরেরা। তিনি বলেন, দাতা সংস্থা জাইকা তার প্রকল্পে ওই অর্থ দিয়েছে এমনটা জানিয়ে তার এক ব্যবসায়ী বন্ধু অ্যাকাউন্টে অর্থ জমা করে। কিন্তু, রয়টার্সকে জাইকা জানিয়েছে, শালিকা ফাউন্ডেশন নামে কোন সংগঠনের সাথে তাদের কোন ধরনের দেনদরবার নেই।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি