ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া ও মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৪৫

প্রকাশিত : ১৬:১১, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:১১, ১ এপ্রিল ২০১৬

e clashব্রাহ্মণবাড়িয়া ও মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৪৫ জন। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জের দুর্গাপুর ও তাজপুরে শুক্রবার <ংঃৎড়হম>সকালে আওয়ামী লীগের দুই গ্র“পের সংঘর্ষে বাঁধে। এ’ সময় লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে তারা পরস্পরের উপর হামলা চালায়। এতে আহত হয় অন্তত ৩০ জন। এদিকে, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে <ংঃৎড়হম>সকালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্র“পের সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে আট জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি