ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাজারীবাগে ঢুকছে না কাঁচা চামড়া, সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি চামড়া ব্যবসায়ীদের

প্রকাশিত : ১৭:৫৭, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:০৩, ১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

শিল্প মন্ত্রণালয়ের কড়া নির্দেশের পর আজ শুক্রবার থেকে রাজধানীর হাজারীবাগে আর ঢুকছে না কাঁচা চামড়া। এলাকার প্রতিটি রাস্তায় তৎপর পুলিশ, চলছে নিয়মিত টহল আর তল্লাসী। অন্যদিকে, সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। জুন-জুলাইয়ের মধ্যেই সব ট্যানারি স্থানান্তরের আশ্বাস দিয়েছেন তারা। tanaryরাজধানীতে দূষণ রোধে হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তরে শিল্প মন্ত্রণালয় ২০১৩ সালের পর থেকে ২৮ বার তাগিদ দিয়েছেন। নৌ ও পরিবেশ মন্ত্রণালয় থেকেও সতর্কবাণী গিয়েছে বেশ কয়েকবার। কিন্তু তাতেও টনক নড়েনি ব্যবসায়ীদের। শেষ পর্যন্ত তা সরাতে সম্মত হয়ে সরকারকে কয়েক দফা দিনক্ষণও বেধে দিয়েছিলেন ব্যবসায়ীরা। এবার শিল্প মন্ত্রনালয় গেছে হার্ড লাইনে। শুক্রবার থেকেই কাঁচা চামড়া কেনাবেচা ও সরবরাহ করতে গেলেই দায়ী ব্যক্তিকে আটক করা হচ্ছে। তাই হাজারীবাগজুড়ে এমন থমথমে পরিস্থিতি। কোথাও কোথাও আনলোড হচ্ছে শুকনো চামড়া। রাতেই হাজারীবাগের প্রবেশপথে আটকে দেয়া হয়েছে কাঁচা চামড়া। অবশ্য এতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। কেন এখান থেকে ট্যানারি সরিয়ে নিতে অনীহা, এই প্রশ্নে আবারো পুরনো অজুহাত ব্যবসায়ীদের। যদিও এলাকাবাসীরা এখনও চান, যে কোনো মূল্যে কারখানাগুলোর দ্রুত অপসারন। ট্যানারি ব্যবসায়ীদের আর কোন ছাড় না দিতে সরকারের প্রতি আহ্বান তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি