ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশের ৭৩ শতাংশ মানুষ মনে করেন, সঠিক পথেই এগোচ্ছে দেশ- জরিপ আইআরআইয়ের

প্রকাশিত : ১১:৩৫, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ২১:১৩, ১ এপ্রিল ২০১৬

বাংলাদেশের ৭৩ শতাংশ মানুষ মনে করেন, সঠিক পথেই এগোচ্ছে দেশ। আর ৮৩ শতাংশ মানুষ মনে করছে, দেশের বর্তমান আইন শৃংখলা পরিস্থিতি যথেষ্ট ভালো। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট- আইআরআইয়ের সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এমন তথ্য। এতে দেখা গেছে, বর্তমান শাসন ব্যবস্থায় মানুুষের আস্থাও বাড়ছে দিন দিন। iriদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতে সন্তুষ্ট ৭৭ শতাংশ মানুষ। তারা মনে করেন, সামান্য কিছু ক্রটি বিচ্যুতি সত্বেও সঠিক পথেই এগোচ্ছে দেশের অর্থনীতি। ৭০ শতাংশেরও বেশী মানুষ মনে করেন আগামী এক বছরের মধ্যে তাদের ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। অর্ধেকেরও বেশী মানুষ বিশ্বাস করে ক্রমশ দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো স্থিতিশীল হবে। ৪ ফেব্র“য়ারী থেকে টানা সতেরো দিন আটটি বিভাগে দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তার মত বিষয়গুলো নিয়ে জনমত যাচাই করে ইন্টারন্যাশনাল রিপালিকান ইনস্টিটিউট। শহর-নগর এমনকি প্রত্যন্ত অঞ্চলের মানুষকেও অন্তর্ভূক্ত করা হয় এতে। আইআরআইয়ের পাশাপাশি জরিপে অংশ নেয় বাংলাদেশে জরিপকারী প্রতিষ্ঠান নিয়েলসন। ২০০৮ থেকে বাংলাদেশ নিয়ে বিভিন্ন বিষয়ে নিয়মিত জরিপ করলেও এবারই প্রথম  চরমপন্থা ও সাম্প্রদায়িকতার বিষয়গুলো অন্তর্ভূক্ত করা হয়। বাংলাদেশে রাজনৈতিক চরমপন্থা বিরাজ করছে বলে মনে করেন ৫৩ শতাংশ আর ধর্মীর উগ্রপন্থা দেশের একটি বড় সমস্যা মানছেন ৪৪ জন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি