ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভলফসবুর্গকে ৩-০ গোলে বিধ্বস্ত করলো লেভারকুসেন

প্রকাশিত : ১২:৫৪, ২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৫৪, ২ এপ্রিল ২০১৬

Bundesligaজার্মান লিগ বুন্দেসলিগায় ভলফসবুর্গকে ৩-০ গোলে বিধ্বস্ত করলো শিরোপা প্রত্যাশি লেভারকুসেন। নিজেদের মাঠে প্রতিপক্ষের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে লেভারকুসেন। ২৭ মিনিটে জুলিয়ান বান্ট গোল করলে ১-০তে লিড নেয় তারা। এরপর ৭৩ মিনিটে দ্বিতীয় গোলটি আসে স্ট্রাইকার জাভিয়ের হার্নান্দেজের কাছ থেকে। ৮৭ মিনিটে দলের শেষ গোলটি করেন মিডফিল্ডার ভ­াডলেন।  ২৮ ম্যাচে ১৩ জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে লেভারকুসেনের অবস্থান টেবিলের ৪ নম্বরে। আর সমান ম্যাচে ১০ জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ভলফসবুর্গ রয়েছে ৮ নম্বরে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি