ব্লু হোয়েলের খোঁজ নিতে বিটিআরসিকে চিঠি
প্রকাশিত : ২১:১৯, ৯ অক্টোবর ২০১৭ | আপডেট: ২১:২০, ৯ অক্টোবর ২০১৭
সম্প্রতি বহুল আলোচিত ‘ব্লু হোয়েল গেম’ সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিতে বিটিআরসির চেয়ারম্যানকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, এ ঘটনায় বাংলাদেশে কেউ আত্মহত্যা করেছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জঙ্গি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়েছে। সারা দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। যশোরে জঙ্গি মারজানের বোন খাদিজা এক শিশু সন্তানসহ আত্মসমর্পণ করেছে বলে তিনি শুনেছেন।
ডব্লিউএন
আরও পড়ুন