ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাছ কেটে পুলিশ ফাঁড়ির ভবন নির্মাণের তীব্র প্রতিবাদ শিক্ষক ও শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৮:৪৭, ২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৪৯, ২ এপ্রিল ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শতবর্ষী গাছ কেটে পুলিশ ফাঁড়ির আবাসিক ভবন নির্মাণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে অবহিত না করে নির্মাণ করা হচ্ছে বহুতল এ আবাসিক ভবন। এদিকে, আইজিপির সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। du campusএখানে একসময় ছিলো সবুজের সুশীতল ছায়াবিথী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল এবং আনোয়ার পাশা ভবনের মাঝখানের এই জায়গায়, এখন বহুতল আবাসিক ভবন নির্মাণের আয়োজন। বাবুপুরা পুলিশ ফাঁড়ির ভবনটির জন্যে রাতের অন্ধকারে কাটা হয়েছে এখানের তিনটি গাছ এবং তালিকায় আছে শতবর্ষী আরো কিছু গাছ। প্রতিবাদে, রাস্তায় নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। জানান,বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জায়গায় কতৃপক্ষকে না জানিয়েই চলছে এই নির্মান কাজ। পরিবেশবিদরা বলছেন, যে গাছ গুলো কাটা হয়েছে সেগুলো ছিল বিলুপ্তপ্রায় চিল এবং অন্য অনেক পাখির অভয়ারণ্য। এর ফলে ক্ষতি হবে জীববৈচিত্রের, বিপর্যয়ে পড়বে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ । মানব বন্ধন শেষে শিক্ষক ও শিক্ষর্থীরা র‌্যালী করে যান উপাচার্যের কার্যালয়ে। সেসময় ঢাবি ভিসি জানান, এরিধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে বিষয়টি, বৈঠক হবার কথা রয়েছে পুলিশ প্রধানের সাথেও । বিশ্ববিদ্যালয় এলাকায় এ আবাসিক ভবন নির্মাণ করা হবেনা বলেও আশ্বস্ত করেন উপাচার্য ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি