ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে কাল মাঠে নামবে ওয়েষ্ট ইন্ডিজ আর ইংল্যান্ড

প্রকাশিত : ২০:২০, ২ এপ্রিল ২০১৬ | আপডেট: ২০:২২, ২ এপ্রিল ২০১৬

এবার ফাইনালের মহারণ। টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে কাল মাঠে নামবে ওয়েষ্ট ইন্ডিজ আর ইংল্যান্ড। কোলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচ। দুই দলই এর আগে একবার করে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল। এবার এগিয়ে যাওয়ার পালা। ফাইনালে নিজেদের উজাড় করে দিয়ে আবারো নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে চায় ওয়েষ্ট ইন্ডিজ। আর পেশাদারিত্বের অসামান্য নৈপুন্য দিয়ে শিরোপা নিজেদের করে নিতে চায় ইংল্যান্ড। final preকোলকাতায় উড়াল সেতু ভেঙ্গে ব্যাপক হতাহতের ঘটনায় শোকাতুর কোলকাতাসহ সারা ভারতের মানুষ। শোকের এই শহরেই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল যুদ্ধ । এতে নিজ দল না থাকায় ভারতীয়দেয় জন্য শোকটা আর একটু বেশি । মুম্বাইতে ভারতকে শোক সাগরে ভাসিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করা দলটি-ওয়েষ্ট ইন্ডিজ। ঘরের মাটিতে স্বাগতিকদের অবিশ্বাস্যভাবে উড়িয়ে দিয়ে বেশ উজ্জ্বিীত ক্যারিবিয়ানরা। এবার ফাইনালে ইংলিশদের বিপক্ষে সেই ধারাবাহিকতা নিশ্চয়ই ধরে রাখতে চাইবে ক্লাইভ লয়েড আর ব্রায়ান লারার উত্তরসুরিরা। এর আগে ২০১২ সালে শিরোপা জয়ের পর আবারো স্বপ্নের শিরোপা জয়ের ছক আঁকছে ওয়েষ্ট ইন্ডিজ। এছাড় গ্রুপ পর্বে ইংলিশদের বিপক্ষে ৬ উইকেটের জয়ে অনুপ্রেরনা খুঁজছেন ক্যারিবিয়ান দলপতি। এদিকে, গ্রুপ পর্বে ওয়েষ্ট ইন্ডিজের কাছে হারলেও পরের ম্যাচ গুলোতে দূরন্ত জয়ে সেমিতে উঠেছিল ইংল্যান্ড। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে জমজমাট ম্যাচে অসাধারণ জয়ে ফাইনালে জায়গা করে নেয় ইংলিশরা। ২০১০ সালের পর আবারো টি-টুয়েন্টির বিশ্ব আসরে শিরোপা জয়ের হাতছানি। সেই লক্ষ্য পূরনে ক্যারিবিয় বাঁধা পেরুতে কোন ছাড় দিতে নারাজ ইংল্যান্ড। বরং আগ্রাসী নৈপুন্য দিয়ে ওয়েষ্ট ইন্ডিজ বধ করতে চায় ইংলিশরা। (শক্তিশালী দুই দলই ফাইনালে উঠেছে। প্রতিপক্ষ সম্পর্কে আমাদের ভাল ধারনা আছে। আমরা নিজেদের ভাল খেলা দিয়ে সাফল্য পেতে চাই। ) টি-টুয়েন্টিতে দুই দলের এর আগে ১৩ মোকাবেলায় জয়ের পাল্লা ভারী ওয়েষ্ট ইন্ডিজের। ক্যারিবিয়ানদের ৯ জয়ের বিপরীতে ইংলিশরা জয় পেয়েছে মাত্র ৪টি ম্যাচে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি