প্রকাশিত : ২৩:৫২, ২ এপ্রিল ২০১৬ | আপডেট: ২৩:৫২, ২ এপ্রিল ২০১৬
জাতীয় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে আরণ্যকের নাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’।
নাটকটিতে উঠে আসে কুলি দিনমজুরদের দুঃখ-দুর্দশার কথা। হাস্যরসের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে দেশের চিকিৎসা ব্যবস্থার চিত্র। একদিকে সরকারি হাসপাতালের উপর অনাস্থা, অন্যদিকে বেসরকারি হাসপাতালের ব্যবসায়ী মনোভাবের কারনে দরিদ্র রোগী ভর্তি হতে না পারার কাহিনী ফুটে উঠেছে নাটকটিতে। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন মান্নান হীরা।