ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ

প্রকাশিত : ০৯:৩৮, ৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:৩৮, ৪ এপ্রিল ২০১৬

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। সেভিয়ার মাঠে খেলার শুরু থেকেই প্রতিপক্ষের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে সোসিয়েদাদ। ২ মিনিটে দলের প্রথম গোলটি করেন মার্কেল বেরগারা। ৩৪ মিনিটে মিডফিল্ডার গ্রোজাগোজ শর্ট দিলে সেভিয়ার আতœঘাতী গোলে ২-০তে এগিয়ে যায় সোসিয়েদাদ। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সেভিয়া। ৫১ মিনিটে স্ট্রাইকার কেভিন গেমেরিও পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। শেষ পর্যন্ত আর গোল না হলে ২-১ গোলের ব্যবধানে মাঠ ছাড়ে দুদল।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি