ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কেই নিশিকোরিকে হারিয়ে ট্রফি জিতেছেন নোভাক জোকোভিচ

প্রকাশিত : ১৪:০৩, ৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:০৩, ৪ এপ্রিল ২০১৬

Tennisমিয়ামি ওপেন টেনিসের পুরুষ এককের ফাইনালে কেই নিশিকোরিকে হারিয়ে আরো একটি ট্রফি জিতেন নোভাক জোকোভিচ। জাপানের কেই নিশিকোরিকে ৬-৩ ও ৬-৩ সেটে হারিয়েছে বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকোভিচ। টুর্নামেন্টে ফর্মে থাকা জোকোভিচ ফাইনালের প্রথম থেকেই প্রতিপক্ষের বিপক্ষে দাপটে খেলতে থাকে। প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জয় পায় এই সার্বিয়ান তারকা। দ্বিতীয় সেটেও একই ব্যবধানে জয় পেলে নতুন আরেকটি জয়ের ট্রফি হাতে তুলে নেন বিশ্বের এই শীর্ষ তারকার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি