ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ফেনীতে চুরির অভিযোগে শিশু নির্যাতন

প্রকাশিত : ১৯:৩৯, ৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:৩৯, ৫ এপ্রিল ২০১৬

ফেনীতে চুরির অভিযোগে এক শিশুকে বিবস্ত্র করে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে এক দোকান মালিক। ঘটনার পর নির্যাতনের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ফেনীতে  সৃষ্টি হয় তোলপাড়। নির্যাতনের শিকার এই শিশুকে এখন খুঁজে পাওয়া যাচ্ছেনা। স্থানীয়রা জানায়, গত শুক্রবার জুমার নামাজের পর ফেনী শহরের কালিপাল দশমী ঘাট এলাকার ফারুক সেনিটারি দোকানে এক টোকাই শিশুকে চুরির অপরাধে বিবস্ত্র করে নির্যাতন করে দোকান মালিক মো. ফারুক ও তার সহযোগীরা। এসময় তাকে লাঠি ও রড দিয়ে অমানবিক ভাবে পেটানো হয়। পরে এঘটনার ভিডিও ফুটেজ কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে এলাকায় সৃষ্টি হয় তোলপাড়। এর পর থেকে পুলিশ ও স্থানীয়রা শিশুটিকে খুঁজে পায়নি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি