ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তনু হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারে সময় বেঁধে দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট

প্রকাশিত : ১৯:২৪, ৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:৩৮, ৫ এপ্রিল ২০১৬

কলেজ ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করতে, ১১ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। পূর্ব নির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে, জোটের কর্মীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারক লিপি দিতে, রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে, এগোলে দোয়েল চত্বরে বাধা দেয় পুলিশ। সেখান থেকে ৮ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে স্মারকলিপি পৌছে দেয়। পরে, জোটের পক্ষে জানানো হয়, ১১ এপ্রিলের মধ্যে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে, সাংস্কৃতিক কর্মকান্ড বন্ধ করে দেয়ার মত প্রতীকি কর্মসূচী নেয়া হবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি