ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কক্সবাজারের পথে খালেদা জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ২৮ অক্টোবর ২০১৭

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে নিজেদের বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে ও ত্রাণ দিতে আজ শনিবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

চেয়ারপারসনের আগমন উপলক্ষে আগেই কক্সবাজারে পৌঁছেছেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপি সূত্র জানায়, শনিবার সকাল পৌনে ১১টায় গুলশানের বাসবভন থেকে সড়কপথে কক্সবাজারের উদ্দেশে রওনা হন তিনি। তার গাড়িবহরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা রয়েছেন। 

চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবে ইলাহী শামীম জানান, চেয়ারপারসনের আগমন উপলক্ষে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষরা উজ্জ্বীবিত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খালেদা জিয়ার এই সফর অনেক গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। এর আগে ২০১২ সালের ১০ নভেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধপল্লী পরিদর্শনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

/ আর / এআর 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি