অস্বাভাবিক বৃষ্টি আর ঘুর্ণিঝড়ের আশংকা আবহাওয়া অধিদপ্তরের
প্রকাশিত : ০৯:১৮, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৩১, ৬ এপ্রিল ২০১৬
বাংলা নববর্ষের শুরুতেই অস্বাভাবিক বৃষ্টি আর ঘুর্ণিঝড়ের আশংকা করছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে একাধিক লঘুচাপ। রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। চৈত্রের শেষ ও বৈশাখ জুড়েই খরতাপের পাশাপাশি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী হতে পারে।
সাধারণত এপ্রিল মাসে বড় ধরনের কাল বৈশাখীসহ ঘুর্ণিঝড় বয়ে যায় উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায়। সাম্প্রতিক আবহাওয়ার চিত্র যেনো তারই পূর্বাভাস।
চলতি মাসেই বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ হতে পারে। যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
আবহাওয়াবিদদের মতে, এপ্রিল মাসে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তীব্র তাপদাহ এবং অন্যত্র ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যেতে পারে।
তবে দেশের নদ-নদীর প্রবাহ স্বাভাবিক থাকবে। উত্তর-পূর্বাঞ্চলে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা হতে পারে। আর আবহাওয়ার আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা অথবা বজ্রসহবৃষ্টি হতে পারে বলেও আগাম বার্তা দিয়েছেন এই আবহাওয়াবিদ।
তিনি আরো বলেন, বিশ্ব আবহাওয়া অধিদপ্তরের নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশ ঘূর্ণিঝড় মোকাবেলার সক্ষমতায় তালিকায় প্রথম কাতারের দেশ। তাই এ নিয়ে ভয়ের কিছু নেই।
আরও পড়ুন