ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দুই বছর পর্যবেক্ষণের সুযোগ রেখে অবশেষে সই হলো বহুজাতিক বাণিজ্য চুক্তি- টিপিপি

প্রকাশিত : ১৪:০৩, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:০৩, ৪ ফেব্রুয়ারি ২০১৬

dtpদুই বছর পর্যবেক্ষণের সুযোগ রেখে অবশেষে সই হলো বহুজাতিক বাণিজ্য চুক্তি- দ্য ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ- টিপিপি। ৫ বছর আলোচনার পর নিউজিল্যান্ডের অকল্যান্ডে যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া, ভিয়েতনাম সহ ১২টি দেশের মন্ত্রীরা চুক্তিতে সই করেন। বিশ্ব অর্থনীতির ৪০ ভাগ নিয়ন্ত্রণ করে ওই সব দেশ। চুক্তির আওতায় এ’সব দেশগুলোতে বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন পণ্য ও সেবা থেকে শুল্ক প্রত্যাহার করা হবে। ইউরোপীয় ইউনিয়নের আদলে একটি একক বাজার তৈরির পরিকল্পনাও রয়েছে দেশগুলোর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি