ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জনগণের সাথে দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পুলিশঃ আবদুল জলিল

প্রকাশিত : ০৯:৫৪, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:৫৪, ৬ এপ্রিল ২০১৬

জনগণ ও পুলিশের মধ্যে দূরত্ব কমাতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন, চট্টগ্রাম মহানগর পুলিশের বিদায়ী কমিশনার আবদুল জলিল মন্ডল। সিএমপি মিলনায়তনে আবদুল জলিল মন্ডলের বিদায় উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এসময় তিনি পুলিশের সহজ সম্পর্ক গড়ার জন্য পরিচ্ছন্ন নগরী গড়তে ঝাড়– হাতে পুলিশের রাস্তায় নামা, বিলবোর্ড অপসারণ, জনগণকে ফুল বিতরণসহ বিভিন্ন কাজের কথা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার শহিদুর রহমান, দেবদাস ভট্টাচার্যসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি