ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে নাসিম হত্যা ও সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৩ ছাত্র বরখাস্ত

প্রকাশিত : ১৩:০২, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:১৮, ৬ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ সোহেলকে হত্যা ও বিভিন্ন সহিংস ঘটনার সাথে জাড়িত থাকার অভিযোগে ১৬ ছাত্রকে আজীবন ও সাতজনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোহেল হত্যাকান্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়া হয়। গত ২৯মার্চ বিশ্ববিদ্যালয়ের দামপাাড়া ক্যাম্পাসে বিদায় সংবর্ধনায় অতিথি করাকে কেন্দ্র করে উপর্যপুরি ছুরিকাঘাত করে সোহেলকে হত্যা করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি