ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন

প্রকাশিত : ০৯:১৩, ৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:১৩, ৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর সুত্রাপুরে নাজিমুদ্দিন সামাদ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, মটরসাইকেলে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি এসে প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, পরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন। পরে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়। তবে কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি। ২৬ বছর বয়সী নাজিমুদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের ছাত্র। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। নাজিমুদ্দিন সামাদ সিলেটে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি