দ্বিপক্ষীয় সংলাপে অংশ নিতে ঢাকায় মার্কিন আন্ডার সেক্রেটারি
প্রকাশিত : ১১:১৯, ৫ নভেম্বর ২০১৭
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন। সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকায় অবস্থানকালে শ্যানন সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সাথে দুই দেশের মধ্যে অংশদারিত্বে বিষয়টি ছাড়াও রোহিঙ্গা সংকট ও বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করবেন। এছাড়া তিনি এনজিও কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আন্ডার সেক্রেটারি শ্যানন ও বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। এদিকে ৫-৬ নভেম্বর তিনি বাংলাদেশে অবস্থান করবেন বলে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে।
এমজে / এআর
আরও পড়ুন