ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বকেয়া পাওনাসহ ৫ দফা দাবিতে টানা ৪ দিনের মতো পাটকলের শ্রমিক ধর্মঘট চলছে

প্রকাশিত : ১১:৫৮, ৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১১:৫৮, ৭ এপ্রিল ২০১৬

বকেয়া পাওনাসহ ৫ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো খুলনা-যশোর অঞ্চলের ৭ রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা মিল ধর্মঘটের পাশাপাশি ৮ ঘন্টা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচী পালন করছে। ভোর ৬ট্য়া মিলের উৎপাদন বন্ধ করে পাটকলের প্রায় ৫০ হাজার শ্রমিক এ কর্মসূচীতে অংশ নেয়। রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে শ্রমিকরা আজো  নিজ নিজ কর্মস্থলে না যেয়ে নিজ নিজ মিল গেটে সমবেত হয়। পাওনার দাবিতে শ্রমিকরা মহাসড়ক ও রেললাইনের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে । পরে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়, আটরা ও রাজঘাটের খুলনা-যশোর মহাসড়কে অবস্থান করে শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানালেন শ্রমিক নেতারা এদিকে রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচীর কারনে নতুন রাস্তা, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার প্রায় এক কিলোমিটার সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম দূর্ভোগে পড়ে যাত্রীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি