ঢাকা, রবিবার   ২৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দক্ষিণ এশিয়াকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার : ঢাকায় সার্ক কৃষিমন্ত্রী সম্মেলন উদ্বোধন

প্রকাশিত : ১৩:১২, ৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:০৬, ৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

দক্ষিণ এশিয়াকে দারিদ্র ও ক্ষুধামুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার জন্য সার্কভুক্ত দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলক্ষ্যে, প্রস্তাবিত সার্ক খাদ্য ব্যাংক প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের আহবান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে তৃতীয় সার্ক কৃষিমন্ত্রী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহবান জানান প্রধানমন্ত্রী। SAARCবিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার হিসেবে, বিশ্বের ৭শ’ ৩০ কোটি মানুষের মধ্যে এখনো প্রায় আশি কোটি ৫০ লাখ অপুষ্টিতে ভোগে। অর্থাৎ, প্রতি নয়জনের একজন অপুষ্টির শিকার। এ’সব জনগোষ্ঠীর মধ্যে প্রায় ৭১ কোটি মানুষেরই বাস উন্নয়নশীল দেশগুলোতে। দক্ষিণ এশিয়ায় অপুষ্টির শিকার অন্তত ২০ কোটি ৭৬ লাখ মানুষ। দক্ষিণ এশিয়ার এই দারিদ্রজনিত অপুষ্টির কথা তুলে ধরে ঐক্যবদ্ধভাবে তা দূর করতে সার্কভুক্ত দেশগুলোর প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর শীর্ষ সংগঠন সার্কের কৃষিমন্ত্রী পর্যায়ের তৃতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রীদের উদ্দেশে তিনি এই আহবান জানান। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য ব্যাংক সহ সার্কের নেয়া কয়েকটি প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে দারিদ্রের হার উল্লেখযোগ্য হারে কমছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই হার ২২ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চলছে। টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন এবং তা বিনিময়ের আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি