ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ফেনীতে চুরির অপবাদে কিশোরকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২

প্রকাশিত : ১৪:০৪, ৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:০৪, ৭ এপ্রিল ২০১৬

Feniফেনীতে চুরির অপবাদে এক কিশোরকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার ৫ দিন পর ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গেল ১লা এপ্রিল শহরের কালিপাল দশমীঘাট এলাকায় ফারুক স্যানেটারি দোকানে চুরির অভিযোগে হৃদয় নামে এক টোকাই কিশোরকে আটক করে স্থানীয়রা। পরে পাশের দোকানের মালিক প্রদীপ ও স্থানীয়রা তাকে বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন চালায়। ঘটনার ৫দিন পর নির্যাতনের ছবি সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি