ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ছাত্র-ছাত্রীরা যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে, সেভাবে তাদের গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান- প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৯:৫০, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:২২, ৪ ফেব্রুয়ারি ২০১৬

স্কুলের ছাত্র-ছাত্রীরা যাতে সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে, সেভাবে তাদের গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শিক্ষা সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি, প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের স্বউদ্যোগে স্কুল ফিডিং কর্মসূচি চালু করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। pm primaryরাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষরতার হার ৭১ শতাংশে নিতে সরকারের ধারাবাহিক উদ্যোগের কথা উল্লেখ করে, ছাত্রছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। কোমলমতি শিশুদের উপর চাপ না দিয়ে শিক্ষাকে আনন্দমুখর করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজেদের উদ্যোগে এলাকার উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষা ও সাক্ষরতা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য সরকারি কর্মকর্তা ও শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া, বিভাগীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীর হাতেও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি