ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ৫ দিনের নাট্যোৎসব

প্রকাশিত : ২২:৪৩, ৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ২২:৪৩, ৭ এপ্রিল ২০১৬

পদাতিক নাট্য সংসদের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে পাঁচ দিনের সৈয়দ হোসাইন স্মৃতি নাট্যোৎসব। উৎসবে দুই বাংলার নাটকের পাশাপাশি বাংলাদেশের নৃতাত্ত্বিক জন গোষ্ঠির নাটকও থাকছে। সমাজের অসহায় দরিদ্র শিশুদের কথা তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে হ্যাপিটাইমস ইন্টারন্যাশনাল স্কুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ভাষা সৈনিক সৈয়দ বদরুদ্দীন হোসেইন স্মরনে আয়োজিত এবারের নাট্যোৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশ ও ভারতের ১০টি নাট্য দল । প্রথম দিনে জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় ভারতের কল্যানী নাট্যচর্চা কেন্দ্রের নাটক গোড়ায় গলদ। এতে তুলে ধরা হয় ভালবাসা বিভ্রাট এবং দাম্পত্য জীবনের নিত্য টানাপোড়ন। আসাদুজ্জান নুরের নির্দেশনায় নাগরিক সম্প্রদায়ের নাটক দেওয়ান গাজীর কিসস্ধসঢ়;া মঞ্চস্থ হয় শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। এদিকে শিশু একাডেমীতে শৈশবের আনন্দময় দিন গুলো স্মৃতি নিয়ে হ্যাপিটাইমস ইন্টারন্যাশনাল স্কুল আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে তুলে ধরা হয় সুবিধা বঞ্চিত ও যুদ্ধপীড়িত অবহেলিত শিশুদের জীবন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি