ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

মুক্তমনা লেখক সামাদ হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত : ১০:৩১, ৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:৩১, ৮ এপ্রিল ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুক্তমনা লেখক নাজিমউদ্দিন সামাদ হত্যাকান্ডের ঘটনায় রাজধানীর সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এস আই নূরুল ইসলাম বাদি হয়ে চার-পাঁচ জন অজ্ঞাত ব্যাক্তিকে আসামী করে এই মামলা করেন বলে জানিয়েছে পুলিশ। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের বলেন, নাজিমউদ্দিনের চাচাতো ভাই থানায় গেলেও মামলা করতে রাজি হননি। এ কারণে পুলিশ বাদি হয়ে মামলা করেছে। গত বুধবার রাত্রে রাজধানীর সূত্রাপুর এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন নাজিমউদ্দিন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি