ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট

প্রকাশিত : ১৫:০৮, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:০৮, ৪ ফেব্রুয়ারি ২০১৬

kader siddiqটাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কৃষক- শ্রমিক- জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। একইসঙ্গে এই আসনে উপনির্বাচনে বাঁধা নেই উল্লেখ করে রুলের নিস্পত্তি করেছেন আদালত। প্রার্থিতা ফিরে পাওয়া সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর ফলে কাদের সিদ্দিকী এই উপনির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইনজীবী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি