ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর রমনা বটমূল প্রস্তুত হচ্ছে নববর্ষ বরণ করতে

প্রকাশিত : ১২:১৭, ১০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:১৭, ১০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

বাংলা নববর্ষ বরণ করতে প্রস্তুত হচ্ছে রাজধানীর রমনা বটমূল। চলছে মঞ্চ তৈরির কাজ। এদিকে, নববর্ষের প্রধান আকর্ষন মঙ্গল শোভাযাত্রার জন্য বিভিন্ন উপকরণ তৈরি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। পুলিশ বলছে, রাজধানীবাসী যাতে নির্বিঘ্নে নববর্ষ উদযাপন করতে পারে সেজন্য নেয়া হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষ বরণে ছায়ানটের উদ্যোগে রমনা বটমূলে তৈরি করা হচ্ছে বৈশাখী মঞ্চ। পাশাপাশি নিরাপত্তার জন্য কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ছায়ানট বলছে, ৫৫ বছরের ইতিহাসে এবারের বৈশাখী অনুষ্ঠান হবে সবচেয়ে জাঁকজমকপূর্ণ। নববর্ষে রমনা বটমূলসহ রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে, মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন উপকরণ তৈরি করছেন চারুকলার ছাত্রছাত্রীরা। চলছে রং তুলির কাজ। এছাড়াও, চারুকলায় এখন চলছে নতুন বছরকে বরণের নানা প্রস্তুতি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি