নিজাম হত্যা মামলার তদন্ত চলছে: ডিএমপি
প্রকাশিত : ১৪:০৩, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:১৮, ৯ এপ্রিল ২০১৬
আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখা, অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিম হত্যার দায় স্বীকার করেছে বলে সাইট ইন্টেলিজেন্স এর দেওয়া খবরের সত্যতা পায়নি পুলিশ। তারা জানিয়েছে, জঙ্গি হামলাসহ তিন বিষয়কে সামনে রেখে তদন্ত চলছে। এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। হত্যাকাণ্ডের প্রতিবাদে কাল থেকে ছাত্র ধর্মঘটে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
যুদ্ধাপরাধের বিচার নিয়ে রাজপথে সরব ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিমউদ্দিন সামাদ।
জঙ্গিবাদ আর ধর্মান্ধতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেখালেখি করতেন তিনি।
এ কারণে কয়েকবার নাজিমকে হত্যার হুমকিও দিয়েছে জঙ্গিগোষ্ঠী। তবে এসব উপেক্ষা করেই নিজের মত প্রকাশ করেছেন তিনি।
এ কারণে শুরু থেকেই সন্দেহ করা হচ্ছে জঙ্গিদের হাতেই খুন হয়েছেন নাজিম। এর আগে বিভিন্ন হত্যাকে আইএস অথবা আল-কায়দার দায় স্বীকারের খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাইট ইন্টেলিজেন্স। নাজিম হত্যাকান্ডেও আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার দায় স্বীকারের খবর জানালো সাইট। তবে পুলিশের দাবি এর কোনো ভিত্তি নেই।
এক্ষেত্রে দেশিয় কোন জঙ্গি সংগঠন জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
নাজিমের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কাল রোববার থেকে ছাত্র ধর্মঘট করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ।
আরও পড়ুন